ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

গাড়ির ব্রেক ফেল হলে কী করবেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৮, ১৮ আগস্ট ২০১৭ | আপডেট: ২০:২৬, ২১ আগস্ট ২০১৭

যান্ত্রিক এ জীবনে গাড়ি মানুষে নিত্য সঙ্গি। সময় বাচাতে বা কষ্টের ভয়ে একটু পায়ে হাঁটা পথেও আমরা বেছে নিচ্ছি কোন না কোন যানবহন। কিন্তু এসব জানবহন সময় বাঁচালেও বিপদ ডেকে আনে কখনও কখনও। আর সে বিপদের কারণ গাড়ীর গাড়ির ব্রেক ফেল। তবে ঘটনা সচরাচর হয় না। আচমকা এ ধরনের ঘটনা ঘটে থাকে। কোনো পূর্বাভাস ছাড়াই গাড়ির ব্রেক ফেল হয় বলে এর ঝুঁকিও অনেক বেশি। ব্রেক ফেল করে কখনো কখনো প্রাণহানির ঘটনার খবর শোনা যায়। 

সবচেয়ে লক্ষণীয় হলো, গাড়ির ব্রেক ফেল হলে তৎক্ষণাৎ কী করবেন তা অনেকেই ভেবে পান না। তাই গাড়ির ব্রেক হলে তাৎক্ষণিক করণীয় কী তা নিয়েই নিচে কয়েকটি পরামর্শ দেয়া হলো -

১. প্রথমেই উদ্বিগ্ন হবেন না। মাথা ঠাণ্ডা রাখুন। যত বেশি সম্ভব হর্ন দিন।

২. এরপর অ্যাকসিলারেটর থেকে পা সরিয়ে নিন। গাড়িতে ক্রুজ কন্ট্রোল থাকলে তা বন্ধ করুন।

৩. ব্রেকে চাপ কম মনে হলে বারে বারে পাম্প করতে থাকুন।

৪. গাড়ির গিয়ার একেবারে নামিয়ে আনুন। এতে গাড়ির গতি কমবে। তবে গিয়ার কমান ধীরে ধীরে।

৫. এরপর হ্যান্ড ব্রেক ব্যবহার করুন।

৬. রাস্তা ওড়া এবং ফাঁকা থাকলে এক্ষেত্রে আরো সুবিধা। ওই কম গতিতে গাড়ি এঁকেবেঁকে চালান। এতে গতি আরো কমবে। তবে বেশি গতিতে এ কাজ করতে যাবেন না।

৭. এভাবে গতি অনেকটা কমে এলে বালি বা ঝোপের মতো কোথাও গাড়িটি ভিড়িয়ে দিন। তবে পুকুর, নদী এড়িয়ে চলুন। আর সতর্কতা হিসেবে গাড়িতে চড়লেই সিট বেল্ট বাঁধার অভ্যাস গড়ে তুলুন।

আরকে/এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি