ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১১, ৯ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৬:৫৫, ১৬ সেপ্টেম্বর ২০১৭

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ যাত্রী। শনিবার ভোর ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে ১৭ জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে ঢাকা থেকে পিরোজপুরের নাজিরপুরের দিকে যাচ্ছিল সেবা গ্রিনলাইন পরিবহনের একটি বাস। পথে কাশিয়ানীর বরাসুর এলাকায় বিপরীত দিক থেকে আসা সিমেন্টভর্তি একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই নারীসহ ছয়জন নিহত হয়।


কাশিয়ানী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাকারিয়া গণমাধ্যমকে জানান, দুর্ঘটনায় বাস ও ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।তিনি জানান, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দুর্ঘটনা কবলিত এলাকায় উদ্ধারকাজে অংশ নিয়েছে । সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এখনও উদ্ধার কাজ চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
//এম//এআর



Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি