ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

‘গ্রুপ পর্ব পেরোনোই সবচেয়ে গুরুত্বপূর্ণ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২২, ১৯ জুন ২০১৮

রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত এক গোল করে প্রথমে লিড এন দেন ব্রাজিল মিডফিল্ডার কৌতিনহো। তারপরও সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিলো বিশ্বকাপের টপ ফেবারিট দলটিকে।

নিজেদের প্রথম ম্যাচে জিততে না পারায় অনেক কথাই উঠেছে।  তবে কৌতিনহো মনে করেন, গ্রুপে টিকে থাকা এবং দ্বিতীয় রাউন্ডে যাওয়ার এখন মূল কাজ।

গ্রুপের পরের ম্যাচে আগামী শুক্রবার কোস্টারিকার মুখোমুখি হবে ব্রাজিল। এ ম্যাচে জয় পেতেই হবে এমন লক্ষ্যে মাঠে নামবে ব্রাজিল।

ব্রাজিল যদি গ্রুপে দ্বিতীয় হয় এবং জার্মানি গ্রুপ সেরা হয় তবে দ্বিতীয় রাউন্ডে দেখা হবে দল দুটির। এছাড়া জার্মানি দ্বিতীয় এবং ব্রাজিল গ্রুপ সেরা হলেও একই অবস্থা হবে।

বার্সেলোনা ফরোয়ার্ড কৌতিনহো বলেন, গ্রুপ পর্বে আমরা কার সঙ্গে খেলবো সেটা এখন দেখার বিষয় না। আগে গ্রুপ পর্বটা পার করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ এটাই সবকিছুর আগে নিশ্চিত করতে হবে। তাই সামনের ম্যাচের দিকে মনোযোগ দিচ্ছেন ব্রাজিল তারকারা।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি