ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

চটে গেলেন প্রীতি জিনতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০২, ১৯ এপ্রিল ২০১৮ | আপডেট: ১০:১৬, ১৯ এপ্রিল ২০১৮

ব্যাটিং-বোলিং শেখানোর জন্য দলে কোচের কমতি ছিল না। কিন্তু দলের বিদেশি ক্রিকেটারদের ভাংড়া নাচ শেখাবেন কে? দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের বাঁ হাতি পেসার বারিন্দার স্রান।

ক্রিস গেলদের ভাংড়ার ‘কোচ’ স্রান বলেছেন, ‘‘পাঞ্জাবের গান সবার ভাল লাগে। তাই সুযোগ পেলেই ভাংড়া  নাচ শুরু করে দিই আমরা। আমি তো ওদের ভাংড়া নাচটা একটু শিখিয়েও দিয়েছি। ক্রিস গেল তো সব সময় নাচছে।’’ টিমকে চাঙ্গা করতে পাঞ্জাবের অস্ত্র তাই এখন ভাংড়া নাচ।  

কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচ থাকলেই ভি আই পি গ্যালারিতে তাঁর হাসিখুশি মুখটা সব সময় দেখা যায়। কিন্তু ১৫ এপ্রিল, চেন্নাই সুপার কিংসের সঙ্গে ম্যাচে মোহালিতে দেখা গেল,উত্তেজিত প্রীতি জিনতা তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছেন দর্শকের একাংশের সঙ্গে।

প্রীতির-ঘনিষ্ঠরা পরে জানিয়েছেন, এতটা উত্তেজিত হতে পাঞ্জাব মালকিনকে তাঁরা আগে দেখেননি। হঠাৎ কী হল? প্রীতি পরে টুইট করেন, ‘ভিড়ের চাপে দু’টো বাচ্চা মেয়ের দম বন্ধ হয়ে আসছিল। ওরা কান্নাকাটি করছিল। আমি লোকজনকে বলি, ওদের কিছুটা জায়গা করে দিতে।’

আইপিএলে একটা রেকর্ড করে ফেললেন কিংস ইলেভেন পাঞ্জাবের অ্যারন ফিঞ্চ। অস্ট্রেলিয়ার ক্রিকেটার এ বার নিয়ে মোট সাতটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেললেন। রাজস্থান, দিল্লি,পুণে, হায়দরাবাদ, মুম্বাই, গুজরাট এবং পাঞ্জাব। ফিঞ্চ বলেছেন,‘‘সাতটা দলের হয়ে খেলে ফেললাম ভাবলে একটু বিব্রত বোধ করছি।’’   

আইপিএলে চলতি মৌসমে বিরাট কোহালির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অভিযান এখনও পর্যন্ত খুব একটা ভাল যাচ্ছে না। মুম্বাইয়ের বিরুদ্ধে ওয়াংখেড়েতে মঙ্গলবারও জিততে পারল না আরসিবি। তবে, তাদের অধিনায়ক বিরাট এর মধ্যে নতুন রেকর্ড গড়ে ফেললেন।

চেন্নাই সুপার কিংসের সুরেশ রায়নাকে টপকে বিরাটই এখন আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারী। মঙ্গলবার তার দুরন্ত ৯৪ রানের সাহায্যে আইপিএলে বিরাটের মোট রান দাঁড়াল ৪৫৯০। চেন্নাইয়ের অন্যতম তারকা রায়নার ১৬৩ আইপিএল ম্যাচে সংগ্রহ ৪৫৫৮ রান। শুধু আইপিএল নয়, চলতি মরসুমে দুরন্ত ফর্মে আছেন বিরাট। গত বছরেও ৬৮.৭৩ গড়ে সব ফর্ম্যাট মিলিয়ে বিরাট আড়াই হাজারের উপরে রান করেছিলেন। সূত্র: আনন্দবাজার

কেআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি