ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

চট্টগ্রামের বাজারে কমতে শুরু করেছে চিনির দাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২০, ২৮ মে ২০১৭ | আপডেট: ১৮:১২, ২৮ মে ২০১৭

রমজানের শুরুতেই চট্টগ্রামের বাজারে কমতে শুরু করেছে চিনির দাম। পাইকারী বাজারে প্রতিকেজি বিক্রি হচ্ছে ৫৮ টাকা ৮৬ পয়সায়। দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এস আলম গ্র“প ন্যায্য মুল্যে চিনি বিক্রি শুরুর পর প্রতি কেজি চিনিতে দাম কমেছে ২ থেকে ৩ টাকা। ন্যায্য মুল্যে ডিলারদের কাছ থেকে ন্যায্য মুল্যে চিনি সংগ্রহ করছে খুচরা বিক্রেতারা।
রমজান আসার আগেই অস্থিতিশীল হয়ে উঠে চট্টগ্রামের চিনির বাজার। বাজার স্বাভাবিক রাখতে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান এস.আলম গ্র“প তাদের উৎপাদিত চিনি ন্যায্য মুল্যে বিক্রীর সিদ্ধান্ত নেয়। এর অংশ হিসাবে খাতুনগঞ্জসহ বিভিন্ন স্থানে পাইকারী ও খুচরা বিক্রেতা ৭৭ জন ডিলারের মাধ্যমে চিনি বিক্রী শুরু করেছে। প্রতিদিন এসব ডিলারের মাধ্যমে বিক্রী করা হচ্ছে এক হাজার টনের বেশী চিনি। প্রতিকেজি চিনি বিক্রী হচ্ছে ৫৮টাকা ৮৬ পয়সা দরে।
এদিকে ন্যায্য মুল্যে চিনি বিক্রী শুরু হলে শনিবার সকাল থেকে খুচরা বিক্রেতারা ভীড় জমায় ডিলারদের কাছে। তারা জানান প্রতি বস্তায়  অন্তত: ২শ’ টাকা কমে চিনি বিক্রী করা হচ্ছে।
পাইকারী থেকে খুচরা পর্যায়ে মনিটরিং জোরদার করলে ন্যায্য মুল্যে চিনি বিক্রীর সুফল মিলবে বলে জানান ক্রেতারা।
মধ্যসত্বভোগীদের কারণে বাজারে চিনিসহপণ্যের দাম বেড়েছে বলে মনে করেন পাইকারী বিক্রেতারা।



Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি