ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

চার বছর পর নেইমার হবে বিশ্বসেরা : পাওলিনহো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০১, ২০ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৫:২৬, ২০ অক্টোবর ২০১৭

চার বছর পর নেইমার বিশ্বসেরা হবে বলে মন্তব্য করেছেন ব্রাজিলের ফরোয়ার্ড পাওলিনহো। পাওলিনহো বলেন, ”জাতীয় দলে নেইমারের সঙ্গে খেলেছি আমি। এখানে (বার্সেলোনায়) মেসির সঙ্গে খেলছি। তারা দু’জনেই আমাকে অনেক সাহায্য করেছে। তারা দু’জনেই এই সময়ের সেরা। তবে মেসিই এই মুহূর্তে বিশ্বসেরা। চার বছর পর নেইমার হয়তো মেসির অবস্থানে যেতে পারবে।”

চ্যাম্পিয়নস লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে ম্যাচের আগে মেসি ও নেইমারের সঙ্গে নিজের সম্পর্ক বোঝাতে গিয়ে পাওলিনহো আরো বলেন, ”তাদের দু’জনের সঙ্গে খেলাটাই দারুণ ব্যাপার। আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে। আপনাকে কেবল নিজের কাজটাই করে যেতে হবে। তারা নিজেদের দায়িত্বের চেয়ে অনেক বেশি খেলে থাকে যেটার সুফল দল পায়। তারা দু’জনই দারুণ। বর্তমান সময়ে তাদের চেয়ে সেরা আর কেউ নয়। তবে মেসি বিশ্বসেরা। একদিন নেইমারও সেরা হবে। হয়তো দু-তিন বছরের মধ্যেই।”

এমআর/ডব্লিউএন


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি