ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

‘চার বছরে গড় প্রবৃদ্ধি ৬ দশমিক ৭ শতাংশের পূর্বাভাস’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০০, ১০ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২১:২০, ১১ জানুয়ারি ২০১৮

চলতি ২০১৭-১৮ অর্থবছরে ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি  হতে পারে বাংলাদেশে। যার গড় প্রবৃদ্ধির হার পরবর্তী তিন বছরেও একই থাকবে। আজ বুধবার বিশ্বব্যাংকের প্রকাশিত গ্লোবাল ইকোনোমিক প্রসপেক্ট শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

এর আগে সেপ্টেম্বর মাসে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক এক প্রতিবেদনে চলতি ২০১৭-১৮ অর্থবছরে দেশের প্রবৃদ্ধি সর্বোচ্চ ৬ দশমিক ৪ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি। তখন সংস্থাটি বলেছিল ৬ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারলে তা ভালো প্রবৃদ্ধি হবে।

বিশ্বব্যাংকের আগের দেওয়া পূর্বাভাস অনুযায়ী ২০১৭-১৮ অর্থবছরের জন্য যে পূর্বাভাস দিয়েছে তা দশমিক ৩ শতাংশ বেশি।

উল্লেখ, চলতি ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে সরকার ৭ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ঠিক করেছে। তবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সম্প্রতি তাদের বার্ষিক প্রতিবেদন ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৭’-এ বলেছে, এ বছর বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৯ শতাংশ।

গত ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয় ৭ দশমিক ১১ শতাংশ। এরপর ২০১৬-১৭ অর্থবছরে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ধরে এগিয়ে বাংলাদেশ অর্জন করে ৭ দশমিক ২৪ শতাংশ।

একারণেই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বরাবর বলে আসছেন, প্রবৃদ্ধির হার আর কখনও ৭ শতাংশের নিচে নামবে না।

 

আরকে/টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি