ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

চার মাস নিখোঁজ ব্যবসায়ী সাদাত ডিবির হাতে ‘গ্রেফতার’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৩, ৩১ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১১:৩৯, ৩১ ডিসেম্বর ২০১৭

চার মাস আগে ঢাকা থেকে নিখোঁজ বিএনপি নেতা ব্যবসায়ী সৈয়দ সাদাত আহমেদকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শনিবার রাত ১০টার দিকে রামপুরা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাদাত এবিএন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৫ সালের রমনা থানায় নাশকতার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে অপহরণের মামলা রয়েছে থানায়। নাশকতার একটি মামলায় আগামীকাল সোমবার তাকে আদালতে তোলা হবে।

এর আগে চলতি বছরের ২২ আগস্ট বিকেলে বনানী ওভারপাসের নিচে নিজ গাড়ি থেকে নামিয়ে অপহরণ করা হয় সাদাতকে। গাড়িতে থাকা সাদাতের ছেলেকে অপহরণকারীরা জানায়, সাদাত ১৫ মিনিট পর ফিরে আসবেন। পরে তাকে না পেয়ে থানায় একটি অপহরণ মামলা করেন তার স্ত্রী।

 

//এমআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি