ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

চালু হয়নি ময়মনসিংহের স্থলবন্দরের কার্যক্রম (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০০, ১৭ জুন ২০১৮ | আপডেট: ১৬:২২, ১৭ জুন ২০১৮

আনুষ্ঠানিক উদ্বোধনের সাড়ে পাঁচ বছর পরও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি ময়মনসিংহের হালুয়াঘাট স্থলবন্দরের কার্যক্রম। পূর্ণাঙ্গ না হওয়ায় বছরে ৬ মাস চলে বন্দরের কাজ। যা কয়লা আমদানির মধ্যেই সীমাবদ্ধ। দীর্ঘদিনেও বন্দরের উন্নয়ন না হওয়ায় হতাশ আমদানিকারকরা। আর কাজ না থাকায় দুর্ভোগে পড়েছেন শ্রমিকরা।

হালুয়াঘাটের গোবড়াকুড়া-কড়ইতলী স্থলবন্দরে বর্তমানে কাজ করছে প্রায় ৩ হাজার শ্রমিক। মেঘালয়ের তোড়া জেলার গাছুয়াপাড়া বন্দর দিয়ে শুধু কয়লা আমদানি করা হয়। নভেম্বরে শুরু হওয়া কয়লা আমদানি চলে মার্চ মাস পর্যন্ত।

পূর্ণাঙ্গ বন্দর না হওয়ায় বছরের বাকি দিনগুলোতে শ্রমিকদের কাজ থাকে না। ফলে এই সময়ে মানবেতর জীবনযাপন করতে হয় শ্রমিকদের।

ভুটান ও ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য সুবিধা বাড়াতে ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর হালুয়াঘাটের গোবড়াকুড়া-কড়ইতলী স্থলবন্দর উদ্বোধন করা হয়। দীর্ঘদিনেও প্রত্যাশিত উন্নয়ন না হওয়ায় হতাশা প্রকাশ করেছে সংশ্লিষ্টরা।

পূর্ণাঙ্গ বন্দর হলে সারাবছরই আমদানি- রফতানি কার্যক্রম চলবে এই বন্দর দিয়ে, বেকারত্ব খুঁচবে শ্রমিকদের।

গোবড়াকুড়া-কড়ইতলী স্থলবন্দরটি পূর্ণাঙ্গ রূপ পেলে বাড়বে সরকারের রাজস্ব আদায়।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি