ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

চেচনিয়ার নাগরিকত্ব পেলেন সালাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৩, ২৩ জুন ২০১৮

রাশিয়ার নিয়ন্ত্রিত চেচনিয়া প্রজাতন্ত্রের নাগরিকত্ব পেয়েছেন নন্দিত ফুটবলার মুহম্মদ সালাহ। বিশ্বকাপে অনুশীলনের জন্য চেচনিয়া প্রজাতন্ত্রের একটি ভেন্যু দেওয়া হয়েছিল মিসরকে। সে সময় মিসরের তারকা ফুটবলার সালাহর সঙ্গে দেখা করেন চেচনিয়ার নেতা রমজান কাদিরভ। সে সময় সালাহতে মুগ্ধ হন কাদিরভ। এর জের ধরেই সালাহকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। পাকিস্তানের জিয়ো টেলিভিশনের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

কাদিরভকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়, ‘সালাহ এখন চেচনিয়ার একজন সম্মানিত নাগরিক। আজ রাতে আমি এই ফরমান জারি করি মিসর ও লিভারপুলের তারকা মোহাম্মদ সালাহকে নিয়ে। তিনি বর্তমানে একজন আন্তর্জাতিক সুপারস্টার। আজ (শনিবার) রাতে নৈশভোজে সালাহকে চেচনিয়ার একটি মর্যাদাপূর্ণ ব্যাজ ও জারি করা ফরমানের কপি দেওয়া হবে।’

এদিকে টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, কাদিরভ সালাহকে নাগরিকত্ব দেওয়ার বিষয়ে একটি ডিক্রি জারি করেছে। শুধু তাই নয়, তাকে একটি মেডেলও পরিয়ে দিয়েছে। মিশরীয় টিমের সম্মানে একটি ডিনার পার্টির আয়োজনকালে তাকে নাগরিকত্ব দেওয়া হয়। কাদিরভ বলেন, সালাহ আমাদেরকে ধন্য করেছে।

এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি