ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

চেন্নাই সুপার কিংস’র ব্যাটিং কোচ হাসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৮, ৭ জানুয়ারি ২০১৮

অজি স্টার মাইকেল হাসি। স্পট ফিক্সিংকাণ্ডে জড়িয়ে নির্বাসনে যান তিনি। এবার আইপিএল ২০১৮-তে ফিরছেন চেন্নাই সুপার কিংস এর হয়ে। তবে খেলোয়াড় হিসেবে নয়, কোচ হিসেবে।

২০০৮-২০১৩ প‌র্যন্ত সিএসকে-র হয়ে খেলেছিলেন অজি স্টার মাইকেল হাসি। তাঁকেই এবার ব্যাটিং কোচ করে আনছে চেন্নাই। সিএসকে-তে খেলার সময়ে মোট ৬৪ ম্যাচে হাসি করেছিলেন ২২১৩ রান। গড়ে ৪০.৯৮। সুরেশ রায়না ও এম এ ধোনির পরই হাসি চেন্নাই দলের সবচেয়ে বেশি রান সংগ্রহকারী।

চেন্নাইয়ের পক্ষে জারি করা এক বিবৃতিতে হাসি জানিয়েছেন, ‘চেন্নাইয়ের কোচ নির্বাচিত হওয়ায় আমি উত্তেজিত। খোলোয়াড়দের মধ্যে থেকে সেরা খেলাটা বের করে আনার চেষ্টা করব। চেন্নাইয়ের পক্ষে খেলার সময়ে আমার বেশকিছু ভালো অভিজ্ঞতা হয়েছে। অনেক গ্রেট প্লেয়ারদের সঙ্গে খেলেছি। চেন্নাইয়ের সমর্থকরাও তাদের দলকে ফিরে পেয়ে খুশি হবেন আশাকরি।’

এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি