ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

জনগণের কাছে অগ্রহণযোগ্য প্রার্থীরা মনোনয়ন পাবেন না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২১, ১০ জুন ২০১৭ | আপডেট: ১৯:১৭, ১০ জুন ২০১৭

জনগণের কাছে অগ্রহণযোগ্য প্রার্থীরা আগামী জাতীয় নির্বাচনে দলের মনোনয়ন পাবেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগামী নির্বাচনে তৃতীয়বারের মতো আওয়ামী লীগই বিপুল ভোটে নির্বাচিত হবে বলেও মন্তব্য করেন তিনি। ফেনী ও কুমিল্লায় আলাদা কর্মসূচিতে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারন সম্পাদক।
প্যাকেজ: মহাসড়কের অবস্থা সরেজমিনে দেখতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ঈদে যাতায়াত ভোগান্তি কমাতে গার্মেন্টস, ওষুধ ও পচনশীল পণ্য বাদে অন্য পণ্যবাহী ভারী যানবাহন ঈদের আগে ও পরের ৩ দিন মহাসড়কে নিষিদ্ধ থাকবে বলে জানান তিনি।
সমসাময়িক রাজনীতি নিয়েও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
পরে ফেনী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে তৃতীয়বারের মতো বিপুল ভোটে নির্বাচিত হবে আওয়ামী লীগ।
তবে জয় নিশ্চিত করতে সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচারের পাশাপাশি দলের নেতাকর্মীদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানান ওবায়দুল কাদের।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি