ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

জন্মনিরোধকের বিজ্ঞাপন করে বিতর্কে সানি লিওন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫১, ২১ সেপ্টেম্বর ২০১৭

পর্নোস্টার থেকে বলিউড অভিনেত্রী হওয়া সানি লিওনের একটি বিজ্ঞাপন বিতর্কের সৃষ্টি করেছে। সেদেশের একটি উৎসবকে (দুর্গাপূজা) উপলক্ষ করে কনডমের ওই বিজ্ঞাপন নির্মিত হয়েছে। বিজ্ঞাপনটি নিষিদ্ধ করার দাবি তুলেছে কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি)।


বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিজ্ঞাপনটি নিষিদ্ধের দাবি জানিয়ে কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষামন্ত্রী রামবিলাস পাসোয়ানের কাছে লিখিত অভিযোগ দিয়েছে সিএআইটি।


অভিযোগে বলা হয়েছে, কনডম বিক্রির জন্য সাংস্কৃতিক মূল্যবোধকে এভাবে ব্যবহার করা দায়িত্বজ্ঞানহীন ব্যাপার।


প্রতিবেদনে বলা হয়, দুর্গাপূজার সময় গুজরাটে বিশেষ উৎসব নবরাত্রি পালিত হয়। এই নবরাত্রি উপলক্ষে সানি লিওনের ছবিসংবলিত কনডমের বিজ্ঞাপনের বিলবোর্ডে ছেয়ে গেছে গুজরাট রাজ্য ঘিরে।


বিজ্ঞাপনের স্লোগানেও নবরাত্রিকে টেনে ‘অশালীন ইঙ্গিতের’ অভিযোগ তোলা হয়েছে। ম্যানফোর্স ব্র্যান্ডের ওই কনডমের শুভেচ্ছাদূত সানি।


সিএআইটির মহাসচিব পারভিন খান্ডেলওয়াল বলেন, ‘নবরাত্রি একটি উৎসব, যা নারীশক্তির প্রতীক। কিন্তু এই উৎসবের সঙ্গে কনডমের সম্পর্ক খুঁজে বের করা আপত্তিকর। বিজ্ঞাপনে তরুণদের উদ্বুদ্ধ করা হচ্ছে নবরাত্রি উৎসবে ম্যানফোর্স কনডম ব্যবহার করতে। এটা একটা অনৈতিক ব্যাপার।’


তিনি ওই কনডম প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও সানির বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।


বিবিসির প্রতিবেদনে বলা হয়, অভিযোগের পরিপ্রেক্ষিতে সুরাট ও ভাদোদারা শহর থেকে ওই বিজ্ঞাপনের ডজন খানেক বিলবোর্ড নামিয়ে ফেলেছে পুলিশ।


তবে এই বিতর্ক নিয়ে ম্যানফোর্স প্রতিষ্ঠান ও সানির পক্ষে কোনো ধরনের মন্তব্য আসেনি। বিতর্ক চললেও কেউ কেউ বলছেন, কোনো উৎসব উপলক্ষে এ ধরনের বিজ্ঞাপন খুব খারাপ ধারণা নয়।


কনডমের এই বিজ্ঞাপন তরুণদের উদ্বুদ্ধ করছে—এই বিষয়ে জানতে চাইলে আহমেদাবাদের স্ত্রীরোগ বিশেষজ্ঞ রুবি মেতে বলেন, ‘যৌনশিক্ষা আর এই বিজ্ঞাপন সম্পূর্ণ আলাদা বিষয়। আমাদের আসলে স্কুলগুলোতে যৌনশিক্ষা বিষয়ে পড়ানো প্রয়োজন। কিশোরীদের এই ব্যাপারে আরও সচেতনতা দরকার।’


এর আগে ভারতের পশ্চিমাঞ্চলীয় কয়েকটি রাজ্যের সরকারি পরিবহন সংস্থার বাস থেকে সানি লিওন অভিনীত অপর একটি কনডমের বিজ্ঞাপন সরানো নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল।
সূত্র : বিবিসি।
//এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি