ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

জাতীয় ঐক্যের দাবি বিএনপির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৭, ২১ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৬:১৭, ২১ ফেব্রুয়ারি ২০১৮

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ আহ্বান জানান তিনি। এসময় তিনি বলেন, চলমান রাজনীতির সংকট নিরসনে সকল দলের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জাতীয় ঐক্যের আহ্বান অব্যাহত রাখবে বিএনপি।

বিএনপি মহাসচিব বলেন,  বর্তমানে বাংলাদেশ এক সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এ থেকে পরিত্রাণের দায়িত্ব শুধু খালেদা জিয়া বা বিএনপির নয়; তাই এখন আমরা সবাইকে আহ্বান জানাই, নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবি আদায়ে রাজপথে নেমে আসুন।

মহাসচিব আরও বলেন, বিএনপি ও সমমনা দলগুলো ছাড়াও দেশের অন্যান্য দল-পথ-মতকে দাবি আদায়ে জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সকলকে রাজপথে নেমে আসতে হবে।

াচএর আগে বেলা ১১টা ২০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, জয়নাল আবদীন ফারুক, এনাম আহমেদ চৌধুরী, আব্দুস সালাম প্রমুখ।

এমজে/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি