ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

জামালপুরের পর্যটন কেন্দ্র নানা সমস্যায় বন্ধের পথে (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৫, ২৩ মে ২০১৮ | আপডেট: ১১:৪৫, ২৩ মে ২০১৮

নানা সমস্যায় বন্ধের পথে সম্ভাবনাময় জামালপুরের লাউচাপড়া অবসর বিনোদন পর্যটন কেন্দ্রটি। দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকদের আসা যাওয়া থাকলেও শুধু প্রাকৃতিক দৃশ্য দেখা ছাড়া তেমন কোন বিনোদন নেই এখানে। সংস্কারের অভাবে শিশুপার্কে ও লেকেরপাড় পরিত্যক্ত অবস্খায়। পরিস্কার পরিচ্ছন্নতা, নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থার সমস্যায় মুখ থুবড়ে পড়েছে বিনোদন কেন্দ্রটি।
এই খানাখন্দে ভরা পথেই যেতে হয় জামালপুরের বকশিগঞ্জের লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রে।
১৯৯৬ সালে স্থাপিত হওয়ার পর লেকেরপাড়, শিশুপার্ক, বিভিন্ন টাওয়ারসহ প্রাকৃতিক দৃশ্যে ভরপুর ছিলো। তবে রক্ষাণাবেক্ষণের অভাবে পর্যটকরা এখন বেড়াতে এসে পড়েন ভোগান্তিতে। ৪টি টিউবওয়েলের মধ্যে ৩টিই বিকল, বসার জন্য তেমন ব্যবস্থা নেই। এছাড়া সংস্কারের অভাবে শিশু পার্ক ও লেকের পাড় অযতœ-অবহেলায় পরিত্যাক্ত। এছাড়া সীমান্তবর্তী হলেও এখানে নেই কোন নিরাপত্তা বাহিনী, একটি ডাকবাংলো তাও সবসময় থাকে তালাবন্ধ।
এসব দুরাবস্থার জন্য এখানে পর্যটকের সংখ্যাও দিন দিন কমে আসছে।
বাজেট পাস হলে পর্যটক কেন্দ্রটির সংস্কারে উদ্যোগ নেয়ার কথা বললেন জেলা পরিষদের চেয়ারম্যান।
লাউচাপড়ার সম্ভাবনাময় বিনোদন কেন্দ্রটিকে সংস্কার করে দ্রুত পর্যটকমুখী করা হবে এমনটাই প্রত্যাশা পর্যটকসহ সংশ্লিষ্টদের।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি