ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

জিম্বাবুয়ের নির্বাচনে ক্ষমতাসীনদের জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৩, ১ আগস্ট ২০১৮ | আপডেট: ১২:২৫, ১ আগস্ট ২০১৮

ভোট ডাকাতির নানা অভিযোগসহ জিম্বাবুয়েতে অনুষ্ঠিত নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। নির্বাচনে ক্ষমাতসীন দল জানু-পি-এফ পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বলে আজ মঙ্গলবার ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নির্বাচনের ফলাফলে দেখা যায়, জানু পিএফ পার্টি ১০৯ আসনে জয় লাভ করে। অন্যদিকে বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জ ৪১ আসনে জয় পায়। এখনো ৫৮ আসনের ফল ঘোষণা করা হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে গ্রামের আসনে প্রায় সবকটিতেই জয়লাভ করেছে জানুপিএফ পার্টি। তবে শহরের আসনগুলোতে সংখ্যাগরিষ্ঠতা পায় বিরোধী দল ডেমোক্রেটিক চেঞ্জ।

এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দেশটিতে ২১০ আসনের বিপরীতে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এদিকে সরকার গঠন করে সংবিধান পরিবর্তন করতে হলে জানু পিএফ পার্টিকে আরও ৩০ আসনে জয়লাভ করতে হবে।

এদিকে নির্বাচনী আসনের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কথা রয়েছে। সে হিসেবে নানগাওয়া-ই দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কথা। এদিকে ফল ঘোষণার আগে বিরোধীদলের প্রধান ও প্রেসিডেন্ট প্রার্থী নিজের বিজয় ঘোষণা করেন। এর আগে ফল ঘোষণায় দেরি করার জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে এক হাত নেন চ্যামিশা।

নির্বাচনে অনিয়ম ও ভোট ডাকাতি হয়েছে বলেও অভিযোগ আনেন চ্যামিশা। শুধু তাই নয়, নগরের আসনগুলোর ফল ঘোষণার পরই রাস্তায় নেমে পড়ে লাল টি শার্ট পড়া বিরোধীরা। এসময় তাদের হঠাতে জলকামান ব্যবহার করে পুলিশ।

সূত্র: রয়টার্স
এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি