ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

জিয়া পরিবারের দুর্নীতি নতুন নয় : হাছান মাহমুদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৭, ১০ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২১:৪২, ১০ ডিসেম্বর ২০১৭

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, জিয়া পরিবারের দুর্নীতি নতুন নয়। এ ধরনের খবর আগেও বেরিয়েছে।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে হাছান মাহমুদ এসব কথা বলেন।

সাবেক এই মন্ত্রী বলেন, জিয়া পরিবারের দুর্নীতির খবর নতুন নয়। সিঙ্গাপুরে আরাফাত রহমান কোকোর দুর্নীতি ধরা পড়েছিল। এফবিআই এসে তারেক রহমানের দুর্নীতির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিল। খালেদা জিয়া নিজেই জরিমানা দিয়ে কালোটাকা সাদা করে স্বীকার করে নিয়েছিলেন তিনি দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করেছেন। সুতরাং বিএনপি চেয়ারপারসন স্বীকার করে নিয়েছেন তিনি এবং তার পরিবার দুর্নীতিবাজ।

সাবেক বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ আরও বলেন, বিএনপি মানবাধিকারের চরম লঙ্ঘন করেছে। আর এটি শুরু করেছেন তাদের নেতা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার বিচারের পথ রুদ্ধ করে।

মানববন্ধনে সংগঠনের চেয়ারম্যান এম এ খালেক, মহাসচিব নুরুল ইসলাম, উপদেষ্টা আবদুল খালেক, কামরুল ইসলাম, হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

/ডিডি/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি