ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান, আটক ১০০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৪, ২৬ মে ২০১৮ | আপডেট: ১৩:৫৫, ২৬ মে ২০১৮

ঢাকার মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান চালাচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ শনিবার বেলা পৌনে ১২টা থেকে এই অভিযান শুরু হয়। অভিযান শুরু করার আধঘণ্টার মধ্যে মাদক বিক্রির অভিযোগে শতাধিক লোককে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।
র‍্যাব সূত্রে জানা গেছে, র‍্যাবের–৬’র সদস্যরা এ অভিযানে অংশ নিচ্ছেন। সকাল থেকে বিপুলসংখ্যক র‍্যাব সদস্য পুরো জেনেভা ক্যাম্প ঘিরে ফেলেন। অভিযানে কোনো বাধার সম্মুখীন হননি তাঁরা। র‍্যাবের বেশ কয়েকজন ম্যাজিস্ট্রেটও সেখানে রয়েছেন।
র‍্যাবের ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, অভিযানে আটক করা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে। যাচাই–বাছাইয়ের পর যাদের বিষয়ে মাদক ব্যবসার সত্যতা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের প্রধান মুফতি মাহমুদ খান অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার বেলা ১১টা থেকে অভিযান চলছে। এখন পর্যন্ত আটক কিংবা গ্রেফতারের সংখ্যা বলা যাচ্ছে না। অভিযান শেষে সংবাদ সম্মেলন করা হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত র‍্যাবের এই অভিযান চলছিল।
/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি