ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

জ্যেষ্ঠ সচিব হলেন চার কর্মকর্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৮, ১৩ জুলাই ২০১৭ | আপডেট: ২০:২৬, ১৩ জুলাই ২০১৭

জনপ্রশাস‌নের আরও চার সচিবকে ‌জ্যেষ্ঠ সচিব পদে পদন্নোতি দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার চার স‌চিব‌কে ‌জ্যেষ্ঠ স‌চিব ক‌রে আদেশ জারি ক‌রে‌ছে। এদের‌কে আগের কর্মস্থলেই পদায়ন করা হয়েছে।

এই কর্মকর্তারা হলেন-কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর (সচিব) এম আসলাম আলম, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান এবং সেতু বিভাগের স‌চিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার আনোয়ারুল ইসলাম।

নতুন চারজন‌কে নি‌য়ে জনপ্রশাস‌নে বর্তমা‌নে জ্যেষ্ঠ সচিবের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জন।

২০১২ সালের ৯ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার জনপ্রশাসনে জ্যেষ্ঠ সচিবের পদ চালু করে।

ডব্লিউএন


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি