ঢাকা, শনিবার   ৩০ মার্চ ২০২৪

ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি রায়হান, সম্পাদক বাবলু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৫, ১২ ডিসেম্বর ২০১৭

ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন একুশে টিভির জেলা প্রতিনিধি দৈনিক জনকণ্ঠ’নিজস্ব সংবাদদাতা এম রায়হানমঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে চলে ভোটগ্রহণভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনার সুষেন্দু কুমার ভৌমিক ফলাফল ঘোষণা করেন

নির্বাচনে সভাপতি পদে ৩৫ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন একুশে টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক জনকণ্ঠ’র নিজস্ব সংবাদদাতা এম রায়হান, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি আলাউদ্দিন আজাদ পেয়েছেন ১১ ভোট, সাধারণ সম্পাদক পদে এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি নিজাম জোয়ার্দ্দার বাবলু পেয়েছেন ২৯ ভোট, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী চ্যানেল আই ও যায় যায় দিন পত্রিকার জেলা প্রতিনিধি অ্যাডভোকেট শেখ সেলিম পেয়েছেন ১৭ ভোট।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি মাহমুদ হাসান টিপু, সহ-সম্পাদক পদে এসএটিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে যমুনা টিভির প্রতিনিধি আহমেদ নাসিম আনসারী, নির্বাহী সদস্য পদে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি এম সাইফুল মাবুদ, প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, মানব জমিন পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটন’ এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এম রবিউল ইসলাম রবি, আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি কে এম সালেহ ও বাংলাভিশন’র জেলা প্রতিনিধি আসিফ ইকবাল মাখন।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রফেসর সুষেন্দু কুমার ভৌমিক, সহকারী কমিশনারের দায়িত্ব পালন করেন উপাধ্যক্ষ আব্দুস সালাম ও অ্যাডভোকেট টসুভাষ বিশ্বাস মিলন। নির্বাচনে ৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

 

আর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি