ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

টরন্টোতে জনপ্রিয় হয়ে উঠছে রিক্সা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫০, ৩০ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৮:১৯, ২৫ নভেম্বর ২০১৭

পরিবেশবান্ধব পরিবহণ হিসেবে টরন্টোতে জনপ্রিয় হয়ে উঠছে রিক্সা। সিটির অনুমোদন নিয়ে সারা বছর ধরেই এসব রিক্সা শহরের রাস্তায় চলাচল করছে। এগুলো বীমাকৃৎ। চালকরাও প্রশিক্ষিত এবং সিটির লাইসেন্সপ্রাপ্ত। পর্যটকদের পাশপাশি এখানকার উৎসাহী মানুষেরাই মূলত এসব রিক্সার আরোহী। ১৭ বছর আগে প্রতিষ্ঠিত হয় ‘রিক্সা সার্ভিসেস অব টরন্টো’। বর্তমানে এটি কানাডার সবচেয়ে বড় রিক্সা পরিচালনাকারী প্রতিষ্ঠান।

ইউপিএস কানাডা গ্রাহকদের ডাক/ চিঠিপত্র দেওয়ার জন্য গাড়ির পরিবর্তে রিক্সা ব্যবহার শুরু করেছে। টরন্টোর মেয়র জন টরি গত ২৩ অক্টোবর রিক্সা চালিয়ে এ সেবা উদ্বোধন করেছেন। তবে টরন্টোর রিক্সার সাথে বাংলাদেশের রিক্সার চেহারার কিছুটা অমিল রয়েছে।

লেখক ইমাম উদ্দিনের ফেসবুক পোষ্ট থেকে নেওয়া। 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি