ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

টাঙ্গাইলে সাত দিনব্যাপী এসএমই মেলা শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৮, ১৮ জানুয়ারি ২০১৮

টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে প্রথমবারের মতো ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানায় উৎপাদিত পণ্য নিয়ে ৭ দিনব্যাপী এসএমই পণ্যের আঞ্চলিক মেলা শুরু হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে বৃহস্পতিবার সকাল থেকে এ মেলা শুরু হয়।

জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের সভাপতিত্বে এ মেলার উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নেসার উদ্দিন জুয়েল, সোনালী ব্যাংক টাঙ্গাইলের এজিএম আমিনুর রহমান খান, বিসিক টাঙ্গাইলের এজিএম আবুল বাশার, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপক আবু নাসের খান, জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে একটি শোভাযাত্রা মেলা প্রাঙ্গণ হতে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

টাঙ্গাইল জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলায় ৫৩টি স্টলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।

 

আর/টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি