ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

টি-২০ অলরাউন্ডার র‌্যাংকিংয়ে ৫ম স্থানে মাহমুদুল্লাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২১, ১৫ জুলাই ২০১৭ | আপডেট: ১৭:৫৬, ১৫ জুলাই ২০১৭

বাংলাদেশের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ টি-টোয়েন্টি ক্রিকেটের অল রাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষ পাঁচে উঠে এসছেন। এ তার ক্যারিয়ারের সর্বোচ্চ র‌্যাংকিং এটি। প্রথমবারের মত র‌্যাংকিংয়ের এত উপরে উঠতে সক্ষম হলেন টাইগার দলের এই অল রাউন্ডার।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রকাশ করা সর্বশেষ হালনাগাদ করা র‌্যাংকিং তালিকায় ভারতের অল রাউন্ডার যুবরাজ সিংকে টপকে পঞ্চম স্থানে ওঠে এসেছেন তিনি। বর্তমানে ডানহাতি বাংলাদেশি ব্যাটসম্যান ও অফ স্পিনার রেটিং পয়েন্ট ২০৩।

তবে র‌্যাংকিংয়ের শীর্ষে অবস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। কিছুদিন আগে কিংস্টনে ভারত বনাম ওয়েস্টইন্ডিজের মধ্যকার ম্যাচটি মাঠে গড়ানোর সময়ও ষষ্ঠ স্থানে ছিলেন রিয়াদ।

কিন্তু ওই ম্যাচে যুবরাজ অংশগ্রহণ না করায় তার র‌্যাংকিংয়ের অবনতি ঘটে। নেমে যান সপ্তম স্থানে। একধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে ওঠে এসেছেন হল্যান্ডের অল রাউন্ডার পিটার ব্যারেন।

র‌্যাংকিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল, তৃতীয় অবস্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস এবং চতুর্থ অবস্থানে আফগানিস্তানের অল রাউন্ডার মোহাম্মদ নবী।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি