ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

টি-২০‘তেও বিশ্বরেকর্ড ধোনির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৩, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

বিরাট কোহলির মতো প্রায় প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছেন মাহেন্দ্র সিং ধোনি৷ কোহলি ব্যাট হাতে আর ধোনি করছেন উইকেটকিপারের গ্লাভস হাতে৷ কয়েক দিন আগে আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ ক্যাচ এবং লীগ ক্রিকেটে ৫০০ শিকারের মাইলস্টোন টপকে গিয়েছিলেন ধোনি৷ এবার টি-২০ ক্রিকেটেও নতুন মাইলফলক স্থাপণ করলেন তিনি৷

ওয়ান্ডারার্সে প্রথম টি-২০তে দক্ষিণ আফ্রিকাকে ২৮ রানে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে যায় ভারত৷ ভুবনেশ্বর কুমারের বলে রীজা হেনড্রিক্সের ক্যাচ ধরার সঙ্গে সঙ্গেই নতুন রেকর্ড গড়েন ধোনি৷ উইকেটকিপার হিসেবে টি-২০ ক্রিকেটে সর্বাধিক ১৩৪ ক্যাচ ধরেন মাহি৷ এক্ষেত্রে তিনি টপকে যান লঙ্কান উইকেটকিপার কুমার সাঙ্গাকারার রেকর্ডকে৷ এর অাগে টি-২০ ক্রিকেটে সাঙ্গাকারা উইকেটের পেছনে দাঁড়িয়ে ১৩৩টি ক্যাচ ধরেন। 

১২৩টি ক্যাচ ধরে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন দীনেশ কার্তিক৷ চার ও পাঁত নম্বরে রয়েছেন যথাক্রমে পাকিস্তানের কামরান আকমল ও ওয়েস্ট ইন্ডিজের দীনেশ রামদিন৷

উইকেটকিপার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি শিকারের রেকর্ড ইতোমধ্যেই ধোনির পকেটে রয়েছে৷ ৮৭ ম্যাচে ৪৮টি ক্যাচ ধরেছেন ও ২৯টি স্টাম্প আউট করেছেন মাহি৷ উইকেটকিপার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক শিকারের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ধোনি৷ তার সামনে রয়েছেন মার্ক বাউচার ও অ্যাডাম গিলক্রিস্ট৷

আর/ এমজে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি