ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

টুইটারে আদনান সামি-ওমরের তুমুল ঝগড়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৬, ৯ অক্টোবর ২০১৭

কাশ্মীর পর্যটনকে চাঙ্গা করতে গায়ক আদনান সামির অনুষ্ঠানের আয়োজন করেছিল জম্মু-কাশ্মীর সরকার। সেই অনুষ্ঠান নিয়েই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে টুইট-বিতণ্ডায় জড়ালেন আদনান।

শনিবার শ্রীনগরের ডাল লেকের পাশে আদনান সামির মিউজিক কনসার্ট ছিল। সেই অনুষ্ঠানের একটি ফাঁকা ছবি দিয়ে প্রথম টুইটটি করেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। একপ্রকার ব্যঙ্গ করে তিনি লেখেন, ‘অনুষ্ঠান শুরুর নির্ধারিত সময় পেরিয়ে গিয়েছে, সিট কিন্তু এখনও বেশির ভাগই ফাঁকা। এটা হয়তো মেহবুবা মুফতি সরকারের জনসংযোগের বিপর্যয়।’

ঠিক এর পর আরও একটি টুইট করেন তিনি।

সেখানে লেখেন, ‘এটা সত্যিই দুঃখজনক ঘটনা। আমি মনেপ্রাণে চাই সিটগুলো এখনই ভর্তি হয়ে যাক। এই সন্ধ্যায় সুরের মধ্য দিয়েই কাশ্মীরবাসী একটি শান্তিপূর্ণ স্থানে চলে যান।’

পরপর দু’বার ওমরের খোঁচা খেয়ে টুইট-যুদ্ধে অবতীর্ণ হন আদনানও। আবদুল্লাকে ভাই সম্বোধন করে লেখেন, ‘আপনি একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী। একটা মিউজিক অনুষ্ঠানকে ঘিরে এত অস্থির হওয়া আপনাকে মানায় না। ফাঁকা অনুষ্ঠানের ছবি দিয়ে আপনার সোর্স আপনাকে বিভ্রান্ত করেছে, মিথ্যা বলেছে।’

টুইটের সঙ্গে তাঁর ভিড়ে ঠাসা অনুষ্ঠানের কয়েকটি ছবিও পোস্ট করেন আদনান। এর পরই আদনান এবং আবদুল্লা দু’জনেই টুইট এবং পাল্টা টুইট শুরু করে দেন।

আদনানের জবাবে ওমর টুইট করেন, ‘কেন মনে হল আমি অস্থির আচরণ করছি? আমিও এক সময় তোমার অনুষ্ঠান পছন্দ করতাম। এখনও চাই সবাই তোমার অনুষ্ঠান ভীষণ ভাবে উপভোগ করুক।’

তাঁর অনুষ্ঠান এক সময় পছন্দ করতেন, এটা বলায় আরও চটে যান আদনান। মিউজিক কোনও রাজনৈতিক খেলার বিষয়বস্তু নয়, ওমরকে চিন্তাভাবনার আরও উন্নতি করতে বলেন আদনান।

শনিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত এভাবেই চলতে থাকে তাঁদের টুইট-যুদ্ধ। শেষ অবশ্য টুইটে দুজনই একে অপরকে শুভরাত্রী বলে বিদায় নেন।

 

সূত্র : আনন্দবাজার

 

এসএ/এআর

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি