ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

টেকনাফে বিজিবি’র অভিযানে কোটি টাকার ইয়াবা উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৯, ১৮ আগস্ট ২০১৮

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৪২ হাজার ৬৫৩ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। জব্দকৃত এ সব ইয়াবার বাজার মূল্য এক কোটি ২৭ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা। শনিবার ভোরে বিজিবির সদস্যরা ইয়াবাগুলো উদ্ধার করে।

বিজিবি জানিয়েছে, ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ হ্নীলা বিওপির নায়েক ছাবির উদ্দিন এর নেতৃত্বে একটি টহলদল অবরাং এলাকায় নিয়মিত টহলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, অবরাং বরাবর নাফ নদী দিয়ে ইয়াবার একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন সংবাদের ভিত্তিতে টহলদল ওই এলাকায় যায়।পরে মধ্যরাতের পরে একটি লোক বস্তা মাথায় করে নদী পার হয়ে আসার সময় টহলদলের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। টহলদল তার পিছু পিছু ধাওয়া করলে এক পার্যায়ে তার মাথায় থাকা বস্তাটি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ইয়াবা পাচারকারী কর্তৃক ফেলে যাওয়া বস্তাটি খুলে ইয়াবাগুলো জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি