ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

ড. কামালের সব প্রাপ্তি বঙ্গবন্ধুর কল্যাণে : আইনমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৪, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনের সমালোচনা করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তিনি (ড. কামাল) জীবনে যা হয়েছেন, যা পেয়েছেন তা বঙ্গবন্ধুর কল্যাণে পেয়েছেন। বঙ্গবন্ধুর হত্যা নিয়ে তিনি কোনোদিন বিচার চাননি। অথচ আজকে খালেদা জিয়ার মামলার সার্টিফায়েড কপি চাচ্ছেন।

তিনি আজ রোববার দুপুরে সিরডাপ মিলনায়তনে  এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  `রাজনীতিতে দুর্বৃত্তায়ন এবং দুর্বৃত্ত ও দুর্নীতি মুক্ত রাজনীতি` শীর্ষক এই সেমিনারের  আয়োজন করে আওয়ামী লীগের আইন উপ কমিটি।

দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়ের কপির বিষয়ে আইনমন্ত্রী বলেন, রায়টা কতো বড় তার উপর নির্ভর করে রায়ের কপি কখন দেওয়া হবে।

তিনি বলেন, খালেদা জিয়া মামলায় আপিল করুক তা আমরাও চাই। কিন্তু তার উকিলদের ভুলে যদি ফেঁসে যান সেটা আমাদের দোষ হবে কেন? আইনমন্ত্রী এসময় ক্ষোভের সঙ্গে বলেন, খালেদা জিয়ার আইনজীবীরা তার ডিভিশন চেয়ে একটা দরখাস্ত পর্যন্ত করেন নি। সেটা কী আমাদের দোষ?

সেমিনারে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের আইন উপ-কমিটির চেয়ারম্যান আবদুল মতির খসরু ও দলের আইন সম্পাদক শ ম রেজাউল করিম।

/ এআর /

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি