ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

ডিসেম্বরে নির্বাচন ধরে প্রস্তুতি চলছে: ইসি সচিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১২, ১৬ আগস্ট ২০১৮

নভেম্বরের প্রথম সপ্তাহে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে ভোট এমনটা ধরে কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)। এমনটিই জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।  

আজ বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

ইসি সচিব জানান, নির্বাচন কমিশন (ইসি) আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য ৮০ শতাংশ কাজ ইতোমধ্যেই শেষ করেছে। নির্বাচনের আগে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি।

ইসি সচিব বলেন, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলাদা একটি কমিশন সভা হবে। সেখানে ৩০০ আসনের ভোটার তালিকা তৈরি হয়েছে কি না, ভোটকেন্দ্র প্রস্তুত হয়েছে কি না, ব্যালট পেপারের জন্য যে কাগজের প্রয়োজন তা কেনা হয়েছে কি না, নির্বাচনের জন্য প্রয়োজনীয় অর্থছাড় দেয়া হয়েছে কি না, নির্বাচনী সামগ্রী কেনার প্রস্তুতি কী রকম ইত্যাদি আলোচনা করা হবে।

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি