ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

ঢাকায় অস্ট্রেলিয়ান হাইকমিশনে ই-মেইলে হুমকিদাতা গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১২, ২৮ এপ্রিল ২০১৭

ঢাকায় অস্ট্রেলিয়ান হাইকমিশনে ই-মেইলে হুমকিদাতা তৌসিফ হোসেন সীমান্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ব্যক্তি বেসরকারি সংগঠন জাগো ফাউন্ডেশনেও হুমকি দিয়ে অর্থের দাবিতে ই-মেইল করে।

গত ২৫ ও ২৬ এপ্রিল তৌসিফ হোসেন সীমান্ত অস্ট্রেলিয়ান হাইকমিশন ও জাগো ফাউন্ডেশনে দু’টি আলাদা ই-মেইল করে। নুরুল হক মুন্না পরিচয়ে একটি ভুয়া ই-মেইল অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্ট থেকে টাকা না দিলে দু’টি প্রতিষ্ঠানই বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয় সে। পরে এ বিষয়ে থানায় দু’টি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অভিযোগ করেন। জানা যায়, অস্ট্রেলিয়ার ভিসা করিয়ে দেয়ার নামে মুন্না নামে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ২ লাখ টাকা নিয়েছিল সীমান্ত। ওই টাকা ফেরত না দিয়ে ভুয়া ই-মেইল অ্যাকাউন্ট খুলে মুন্নাকেই ফাঁসাতে চেয়েছিল সে।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি