ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

ঢাবি অধিভুক্ত সাত কলেজের ১ম বর্ষের ক্লাস শুরু ১৪ জানুয়ারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৫, ১২ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৪:১৯, ১২ ডিসেম্বর ২০১৭

আগামী ১৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল কক্ষে এক সংবাদ সস্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের আগামী ১৪ জানুয়ারির মধ্যে স্ব স্ব কলেজের নিয়ম অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ভর্তির সকল বিষয় www.7college.du.ac.bd ওয়েবসাইটে জানানো হবে ।

এ সময় তিনি ঢাবির অধিভুক্ত সাত সরকারি কলেজের ১ম বর্ষের ফলাফল প্রকাশ করেন। কলা ও সামাজিক বিজ্ঞান, বাণিজ্য এবং বিজ্ঞান অনুষদসহ তিন ইউনিটে ৩২ হাজার আসনের বিপরীতে এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ৭০ হাজার শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৪ হাজার জন। কলা ও সামজিক বিজ্ঞান ইউনিট থেকে পরীক্ষা অংশগ্রহণ করেছে ১১ হাজার ৯১জন। পাস করেছে ৭ হাজার ৬৬৮ জন। পাসের হার ৬৯ দশমিক ১৪ শতাংশ। বাণিজ্য বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেন ২ হাজার ৯১৮জন। পাস করেছেন ১ হাজার ৭১৬ জন। পাশের হার ৫৮ দশমিক ৮১ শতাংশ। বিজ্ঞান বিভাগে অংশ নেন ৫ হাজার ৫৯৪ জন। পাস করছেন ৪ হাজার ৩২১ জন। পাসের হার ৭৭ দশমিক ২৪। ভর্তি পরীক্ষার ফলাফল www.7college.du.ac.bd এই ওয়েবসাইট থেকে জানা যাবে।

 

টিআর/এমআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি