ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

ঢাবির সিনেট নির্বাচনের ফলের অপেক্ষা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৬, ২১ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:৪৫, ২১ জানুয়ারি ২০১৮

উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েটদের ২৫ জন প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে গতকাল শনিবার। আজ রোববার সকাল ১০টা থেকে ভোট গণনা শুরু হয়েছে। গণনা এখনও চলছে। কিছুক্ষণের মধ্যে গণনা শেষ হবে। ফলের অপেক্ষা প্রার্থী ও তাদের সমর্থকরা।

সিনেট সূত্রে জানা গেছে, সারাদেশের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত ভোট গণনা শেষ হয়েছে। এমনকি গতকাল ঢাবিতে অনুষ্ঠিত তিন কেন্দ্রের ভোটের মধ্যে দুটির ফল গণনা শেষ। এখন বাকি শুধু টিএসসি কেন্দ্রের ফল গণনা। এই কেন্দ্রে গণনা শেষ হলেই ফল প্রকাশ করা হবে। ফল জানার জন্য সিনেটে ভিড় করছেন প্রার্থী, তাদের সমর্থক ও সাংবাদিকরা।

শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এ ভোটগ্রহণ। ভোটগ্রহণকে কেন্দ্র করে শনিবার সারাদিনই ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। ক্যাম্পাসে বসে মিলনমেলা। সাবেক শিক্ষার্থীরা ভিড় করেন সিনেটে তাদের প্রতিনিধি নির্বাচন করতে।

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি