ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

লন্ডন দূতাবাসে হামলা

তারেককে দেশে এনে বিচারের দাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৬, ২০ ফেব্রুয়ারি ২০১৮

লন্ডনে বাংলাদেশের হাই কমিশনে হামলা, ভাংচুর ও জাতির জনকের প্রতিকৃতি অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা সুপ্রিম কমান্ড কাউন্সিল। আজ মঙ্গলবার বেলা ১১ টায় জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধনে এই দাবি জানায় সংগঠনটির নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা এ ঘটনার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দায়ী করেন ও অবিলম্বে তাকে দেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সালাউদ্দিন আহমেদ সালু, মুক্তিযোদ্ধা মীর শাহাবুদ্দিন, মুক্তিযোদ্ধা মনিরুল হক, নাজমুল হাসান পাখি, মিনহাজুর রহমান  প্রমুখ।

উল্লেখ্য গত ৮ ফেব্রুয়ারী জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেজা জিয়ার রায় হয়। এর প্রতিবাদে লন্ডনে বাংলাদেশ দূতাবাসে বিএনপি সমর্থকরা হামলা চালিয়ে ভাংচুর করে এবং বঙ্গবন্ধুর ছবি অবমাননা করে।

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি