ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

তীরে এসে তরী ডুবালো এবার মেয়েরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৫, ১৮ আগস্ট ২০১৮ | আপডেট: ২৩:১৪, ১৮ আগস্ট ২০১৮

তীরে এসে তরী ডুবানোটা তো বাংলাদেশের ক্রিকেটের সঙ্গেই লেপ্টে গেছে। এবার সেটা নারী ফুটবলেও আঘাত হেনেছে। পুরো টুর্নামেন্টে অবিশ্বাস্য সাফল্যের পর ভারতের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় কিশোরীরা।

মুদ্রার অপর পিঠ দেখার জন্য কিছুতেই প্রস্তুত ছিলেন না টাইগার ফুটবল ভক্তরা। তাই ভুটানের থিম্পু থেকে শিরোপা নিয়েই ফেরার আকুল আবেদন জানিয়েছিলেন নারী ফুটবলারদের। কিন্তু না পারলেন না মারিয়া-মনিকারা। শনিবার ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে দ্বিতীয় সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতে নিয়েছে ভারত। আর এই হারের মধ্য দিয়ে গত ডিসেম্বরে ঢাকায় হারার প্রতিশোধ নিল দেশটি।


বাংলাদেশ গোল হজম করেছে ৬৬ মিনিটে। কর্নার থেকে বল ধরে গোলমুখে ক্রস ফেলেন সিলকি দেবি। চলন্ত বলে সুনিতা মুন্দের প্লেসিং আশ্রয় নেয় বাংলাদেশের জালে। ঠিক ১০ মিনিট পর ম্যাচে ফেরার সুযোগ এসেছিল লাল-সবুজ জার্সিধারী কিশোরীদের; কিন্তু দূর্ভাগ্য, ৭৬ মিনিটে মনিকা চাকমার দূরপাল্লার শট ফিরে আসে ক্রসবারে লেগে। এতেই টানা দ্বিতীয়বার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট থেকে বঞ্চিত হন দেশের নারীরা।


এমজে/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি