ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

তৃতীয় টেস্টেও ব্যাটিং বিপর্যয় কোহলিদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২১, ১৮ আগস্ট ২০১৮

প্রথম টেস্টে নাটকীয় হারের পর দ্বিতীয় টেস্টে নির্লজ্জ আত্মসমর্পণ। ভারতীয় ক্রিকেটের শনির দশা নিয়ে তাই আন্তর্জাতিক গণমাধ্যমও রসিয়ে গল্প বলা শুরু করছিল। তাই সিরিজ বাঁচানোর টেস্টে যে করেই হোক অন্তত সম্মানটা ধরে রাখতে মরিয়া টিম ইন্ডিয়া। তবে তাও কি আর হলো। এরই মধ্যে ৮২ রান তুলতেই শেষ তিন উইকেট।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইন আপ ইংলিশ বোলারদের কাছে যেভাবে আত্মসমর্পণ করেছেন গত দুই ম্যাচে, তাতে তাদের ব্যাটিং সামর্থ্য নিয়েই প্রশ্ন দেখা দিয়েছিল। ওপেনিং ব্যাটসম্যান মুরালি বিজয় টানা দুই ম্যাচে ব্যর্থ। বিশেষ করে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে ডাবল ডাক মেরেছিলেন। অনেকেই তাকে রাখা নিয়েই প্রশ্ন তুলেছিলেন। তবে এ ম্যাচে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন তিনি। তবে আর পারলেন কই? নামের পাশে ৩৫ রান যোগ করতেই ওকসের শিকার হন তিনি।

মুরালি বিজয় বাটলারের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেওয়ার পর এলবিডব্লিউর ফাঁদে ফেলেন লোকেশ রাহুলকেও। এরপর আবারও আঘাত হানেন ভারত শিবিরে। চেতেশ্বর পূজারাকে বিদায় করার মধ্য দিয়ে তিন উইকেট নিজের পকেটে পুরেন ওকস। প্রথম দিনের ২৬ ওভার ৪ বল শেষ হয়েছে। এরই মধ্যে ভারতীয় শিবিরে ফের আতঙ্ক।


এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি