ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

ত্রাণ নিয়ে দুই নম্বরি হলে ক্ষমা নাই : ত্রাণমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৫, ১৮ আগস্ট ২০১৭ | আপডেট: ১৮:৪৬, ১৯ আগস্ট ২০১৭

ত্রাণসামগ্রী নিয়ে যদি কেউ দুই নম্বরি করে বা দুর্নীতির আশ্রয় নেন তবে তাকে ক্ষমা করা হবে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে ত্রাণসামগ্রী নিয়ে কোনো কথা কেউ বলতে পারেনি। রিলিফ নিয়ে ছিনিমিনির কোনো নিউজ হয়নি। এমনটি হলে তার ক্ষমা নাই।

শুক্রবার ঠাকুরগাঁওয়ে জেলা শিল্পকলা একাডেমি আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গত মানুষদের ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন মায়া চৌধুরী।

মোফাজ্জল হোসেন বলেন, আমাদের খাদ্যের কোনো সংকট নাই। আবার ত্রাণসামগ্রীও সবার জন্য নয়। সবার মাথায় রাখতে হবে যার হাতে কাজ নাই, ঘরে খাবার নাই, কাজ করার মতো অবস্থা নাই, বিধবা, প্রতিবন্ধী, বৃদ্ধ, দিন এনে দিন খায় তাদের জন্য ত্রাণসামগ্রী। এরা যেন কোনো খাদ্য কষ্টে না থাকে।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, সংসদ সদস্য ইয়াসিন আলী, সংসদ সদস্য সেলিনা জাহান লিটা ও জেলা প্রশাসক আবদুল আওয়াল উপস্থিত ছিলেন।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি