ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

দক্ষিণ কমলাপুরে পানির জন্য হাহাকার(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫২, ১৯ আগস্ট ২০১৮ | আপডেট: ১১:৪৩, ১৯ আগস্ট ২০১৮

পানি নেই রাজধানীর দক্ষিণ কমলাপুরে। চরম দুর্ভোগের শিকার হচ্ছে ওই এলাকার প্রায় ৫ হাজার বাসিন্দা। ভুক্তভোগিরা বলছে, ছয় মাস ধরে পানির সমস্যা চলছে। এ নিয়ে বার বার ওয়াসা কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের তাগিদ দেওয়া হলেও তেমন কোনো উদ্যোগ নেয়নি তারা।

পানির জন্য মানুষের এই হাহাকার রাজধানীর কমলাপুরে।

গত ১০ দিন ধরে একফোঁটা পানির দেখাও মিলছে না ওয়াসার পাইপে।

এই এলাকায় ৫ হাজারের বেশি মানুষের বসবাস। দু’টি পাম্পের একটি বিকল এবং অন্যটিতে পানির প্রবাহ কম হওয়ায় স্থবির হয়ে পড়েছে পানি সরবরাহ।

বিষয়টি নিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলের কাছে গেলে আশ^াস ছাড়া আর কিছুই মেলেনি।

নিরুপায় এ’সব মানুষ জড়ো হয় পানির পাম্পে। ছড়ায় উত্তাপও। জনরোষের মুখে পড়েন ঢাকা ওয়াসার এই উপ-সহকারি প্রকৌশলী।

কবে নাগাদ পানির সরবরাহ স্বাভাবিক হবে- এমন প্রশ্নে কোনো কথা বলতে রাজি হননি এই প্রকৌশলী।

দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছে এলাকাবাসী।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি