ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

দরিদ্র পরিবারের শিশুদের টিফিনের টাকায় হাওরের দুর্গতদের সাহায্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫, ২৮ এপ্রিল ২০১৭ | আপডেট: ০৯:৩০, ২৮ এপ্রিল ২০১৭

সিরাজগঞ্জের এনায়েতপুরের খুকনীর দরিদ্র তাঁত শ্রমিক ও নাপিত পরিবারের শিশুরা ২ দিনের টিফিনের জমানো টাকা দিয়ে হাওরের দুর্গতদের জন্য সাহায্য পাঠিয়েছে।
হঠাৎ বন্যায় সুনামগঞ্জ হাওরের অসহায় মানুষের পাশে দাঁড়াতে ঢাকার কয়েকজন সংবাদকর্মীর উদ্যোগের কথা জানতে পারে দরিদ্র ১৫ জন স্কুল ছাত্র। এরপর দু‘দিনের সম্মিলিত চেষ্টায় ৩৪০ টাকার তহবিল স্থানীয় এক সংবাদকর্মীর মাধ্যমে পৌছে দেয় হাওরবাসীকে সহায়তার উদ্যোক্তাদের কাছে। এসময় শিশুরা জানায়, হাওরের ফসলহারা মানুষের পাশে দাঁড়াতে পেরে তারা খুশী। আর তাদের টাকা পেয়ে উদ্যোক্তারা জানান, হাওরের অভাবী মানুষের জন্য দরিদ্র শিশুদের ভালবাসা তাদের আরো উৎসাহিত করেছে।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি