ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

দলীয় প্রধানের পদ ছাড়লেন পারভেজ মোশাররফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৯, ২৩ জুন ২০১৮

নিজ হাতে গড়া দল ‘অল পাকিস্তান মুসলিম লীগ’(এপিএমএল)এর চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফ।

শুক্রবার মোশাররফের এ ইস্তফা দেওয়ার খবর জানান দলটির নতুন চেয়ারম্যান মোহাম্মদ আমজাদ।

তিনি বলেন, ‘বিদেশ থেকে দল চালানো মোশাররফের পক্ষে আর সম্ভব না হওয়ায় তিনি নির্বাচন কমিশনের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।’

এই সপ্তাহের শুরুর দিকে চিত্রালে মোশাররফের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মোশাররফ আদালতে হাজিরা দিতে ব্যর্থ হওয়ায় জুলাইয়ের আসন্ন সাধারণ নির্বাচনের জন্য তার মনোনয়নপত্র দাখিলের ক্ষেত্রে শর্তসাপেক্ষে যে অনুমোদন দেওয়া হয়েছিল তা সুপ্রিমকোর্ট তুলে নেওয়ার পর চিত্রালের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এর কয়েকদিনের মাথায় মোশাররফ দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেন। নতুন দলীয় প্রধান আগে দলটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি এখন দলের সব কাজ কর্ম চালাবেন এবং নির্বাচনে দলের ভূমিকার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে নওয়াজ শরীফকে ক্ষমতাচ্যুত করে মোশাররফ রাষ্ট্রক্ষমতা দখল করে নেন। পরে ২০০১ সালে তিনি প্রেসিডেন্ট হন।

২০১০ সালে পাকিস্তান মুসলিম লীগ ভেঙে মোশাররফ লন্ডনে বসে গঠন করেন ‘অল পাকিস্তান মুসলিম লীগ’।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি