ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

দারিদ্রমুক্ত দেশ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৮, ২৩ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৪:২২, ২৩ এপ্রিল ২০১৭

প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী

দারিদ্রমুক্ত দেশ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে প্রযুক্তি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। শনিবার সকালে নিজ কার্যালয়ে শিক্ষা সহায়তা ট্রাস্টের উপদেষ্টা পরিষদের সভায় একথা বলেন তিনি। এর আগে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও প্রধানমন্ত্রী বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারীদের আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন।
নিজ কার্য্যালয়ের মহান স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারীদের হাতে আর্থিক অনুদানের চেক হন্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি তাদের সাথে কুশল বিনিময় করেন।
পরে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপদেষ্টা পরিষদের সভায় যোগ দিয়ে সভাপতির বক্তব্যে তিনি বলেন, দারিদ্রমুক্ত দেশ গড়তে প্রযুক্তি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।
দেশের দুর্গম অঞ্চলে শিক্ষার প্রসারে আবাসিক স্কুল গড়ে তোলার নির্দেশও দেন প্রধানমন্ত্রী।
ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের স্থায়ীভাবে বৃত্তি দেয়া হবে বলেও জানান শেখ হাসিনা।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি