ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

দিনাজপুরে চমক লাগানো উটপাখির খামার (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২২, ৩০ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৮:৫৯, ৩০ এপ্রিল ২০১৮

বাংলাদেশে প্রথমবারের মতো উটপাখির খামার গড়ে তাক লাগিয়ে দিয়েছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আরজুমান আরা বেগম। দক্ষিণ আফ্রিকা থেকে উটপাখির বাচ্চা এনে বাংলাদেশের আবহাওয়ায় বড় করছেন তিনি।

দিনাজপুরের মালিপাড়া গ্রাম। সবুজ-শ্যামল গ্রামে মরুভূমির পাখির খামার। ৭ বিঘা জমির উপর গড়ে ওঠা ইকো এগ্রো ফার্ম দাপিয়ে বেড়াচ্ছে উটপাখি।

মালয়েশিয়া প্রবাসী আরজুমান আরা বেগম নেপালে উটপাখির খামার দেখে, বাংলাদেশে এই উদ্যোগ নিতে আগ্রহী হন। ২০১৬ সালে পৈত্রিক জমিতে গড়ে তুললেন মরুর দেশের পাখির খামার। এর চাষপদ্ধতি সম্পর্কে ধারণা নিয়েছেন ইন্টারনেট থেকে।

দক্ষিণ আফ্রিকা থেকে ২০টি একদিনের উটপাখির বাচ্চা নিয়ে এসে খামার শুরু করেন আরজুমান আরা। এখন খামারে ১৫টি পাখি আছে। বাংলাদেশের আবহাওয়ায় বেড়ে ওঠা উটপাখিগুলোর ওজন এখন প্রায় ৬০ কেজি।

ফিড, লতা পাতা, ও শাক সবজি খেয়ে বড় হওয়া পাখিগুলো বছরে ৫০ থেকে ৭০টি পর্যন্ত ডিম দেয়।

খামারে সব রকমের সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা।

উট পাখি সঠিকভাবে লালন পালন করতে পারলে মাংসের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশে এর মাংস, চামড়া- হাড় পালক রপ্তানী করা সম্ভব বলে মনে করছে প্রানীসম্পদ বিভাগ।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি