ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

দুই সপ্তাহের মধ্যে হাওরে বাঁধের কাজ শুরু: আনিসুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১২, ২২ নভেম্বর ২০১৭ | আপডেট: ২২:১৫, ২২ নভেম্বর ২০১৭

দুই সপ্তাহের মধ্যে হাওর রক্ষা বাঁধের কাজ শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেছেন পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। বুধবার সিলেট সার্কিট হাউসে হাওরে বন্যা পরবর্তী বাঁধ মেরামত সংরক্ষণ বিষয়ে প্রশাসনিক ও পানি উন্নয়নের বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এবার হাওরে পানি ধীরে কমছে, তবে আগামী দুই সপ্তাহের মধ্যে কাজ শুরু করা যাবে বলে আশা করছি। গত বছরের বন্যায় সিলেট অঞ্চলের হাওরে ফসলহানী ঘটেছে, এবার সেটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। ফসলহানীরোধে সব ধরনের আগাম ব্যবস্থা নেওয়া হবে।

সুনামগঞ্জে প্রায় ৬০০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামত করার কথা জানিয়ে আনিসুল আরও বলেন, এবার পিআইসি নির্বাচনে কোনো মধ্যস্বত্ব ভোগীদের স্থান দেওয়া হবে না। পিআইসি নির্বাচনে পরিবর্তন আনা হয়েছে। সবাইকে সম্পৃক্ত করা হয়েছে।

মতবিনিময়ে বক্তব্য রাখেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক একে মুমতাজ উদ্দিন, হাওর উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. মজিবুর রহমান, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দেব, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, হবিগঞ্জের জেলা প্রশাসক মনীষ চাকমা, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুর রহমান প্রমুখ।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি