ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

দুর্ঘটনা এড়াতে মুসলিম বাইক চালককে হেলমেট দিলো পুলিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১১, ১০ আগস্ট ২০১৮

বছর দুয়েক আগে ভারতের কলকাতা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলায় শুরু হয় ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচি৷ কিন্তু সেই উদ্যোগ সঠিকভাবে পালন হচ্ছে না বলে বারবার অভিযোগ উঠছে৷

অভিযোগ উঠছিল মুসলিম যুবকদের নিয়ে৷ তারা বাইক চালানোর সময় হেলমেটের বদলে ধর্মীয় টুপি ব্যবহার করতেন৷ এতে বারবার দুর্ঘটনা ঘটছিল। পুলিশ তাতে নিষ্ক্রিয় থাকত বলে অভিযোগ উঠে।

তাই বছরের বিভিন্ন সময় পুলিশ-প্রশাসন নানা ভাবে নজরদারি চালিয়ে বাইক আরোহীদের মাথায় হেলমেট পরানোর ব্যবস্থা করেন৷

এর অংশ হিসেবে বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে পথের মধ্যে  নিরাপত্তার বিষয়ে শিক্ষা দিতে পুলিশকে দেখা গেল। সাহায্য নিল মাদ্রাসার পড়ুয়াদের৷ স্লোগান উঠল, ‘ধর্মের থেকে জীবন বড়। জীবন বাঁচলে ধর্ম বাঁচবে৷

আর এই স্লোগানে ভর করেই এদিন দিনভর যেসমস্ত বাইক আরোহী হেলমেটের বদলে ধর্মীয় টুপি পরে যাচ্ছিলেন, তাদের ধরা হল৷ বোঝানো হল৷ আর দেওয়া হল একটি হেলমেট৷ ভবিষ্যতে যাতে এমন কেউ না করেন, তার প্রতিশ্রুতিও আদায় করে নেওয়া হল৷

দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরের পদ্মপুকুর মাদ্রাসার সামনে এই সচেতনতা শিবির আয়োজন করা হয়েছিল৷ মূলত ওই মাদ্রাসার পড়ুয়ারাই অংশ নেন ওই কর্মসূচিতে৷

 

এমএইচ/ এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি