ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

দুর্নীতি মামলায় ৬ সাক্ষীর পুনরায় জেরা করার আবেদন নামঞ্জুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৭, ৮ জুন ২০১৭ | আপডেট: ১৯:৪৮, ৮ জুন ২০১৭

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে ৬ সাক্ষীকে পুনরায় জেরা করার আবেদন নামঞ্জুর করেছে আদালত। একইসঙ্গে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার শুনানির জন্য আগামী ১৫ জুন দিন ধার্য করেছে আদালত। 

বৃহস্পতিবার বেলা সোয়া এগারটায় রাজধানীর বকশী বাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত পাঁচ নম্বর বিশেষ জজ আদালতে দুই মামলায় হাজিরা দিতে যান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
আদালতে খালেদা জিয়ার আইনজীবী এ’ মামলায় সাক্ষ্য দেয়া ছয় সাক্ষীকে পুনরায় জেরা করার আবেদন করেন। তবে, এর বিরোধিতা করেন দুদকের আইনজীবী। পরে শুনানি শেষে বিচারক ডক্টর মোহাম্মদ আকতারুজ্জামান বিবাদী পক্ষের আবেদন নামঞ্জুর করেন। এবং খালেদা জিয়াকে আত্মপক্ষ সমর্থনের শুনানিতে অংশ নিতে প্রস্তুত হতে বলেন।

দুদকের আইনজীবী জানান, মামলায় উদ্দেশ্যমূলকভাবে দীর্ঘসূত্রিতা করছে আসামীপক্ষ। মামলার কার্যক্রম ব্যহত করতেই এ’সব করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। আর ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় জিয়া অরফানেজ ট্রাষ্ট দুর্নীতির মামলা হয়।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি