ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

দেশ গঠনে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৪, ২৬ জুন ২০১৭ | আপডেট: ১৬:১৬, ২৬ জুন ২০১৭

উন্নত সমৃদ্ধ দেশ গঠনে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে সর্বস্তরের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি একথা বলেন। রাজনীতিবিদ, কূটনীতিক ও তিন বাহিনী প্রধানসহ সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

ঈদুল ফিতরে গণমানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি সবার সাথে কুশল বিনিময় করেন এবং দুস্থ ও অসহায় মানুষের কথা মন দিয়ে শোনেন ও সমাধানে আশ্বস্ত করেন।

শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। উন্নত সমৃদ্ধ দেশ গঠনে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

আর্থ-সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতার মাপকাঠিতে দেশ অনেক সুস্থির অবস্থায় আছে উল্লেখ করে তিনি বলেন, সরকার যেকোনো মূল্যে দেশে এই স্বস্তির পরিবেশ ধরে রাখবে।

পরে প্রধানমন্ত্রী বিভিন্ন দলের রাজনীতিবিদ, কূটনীতিক ও তিন বাহিনী প্রধানসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আসেন জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি ও ব্যবসায়ী নেতারা।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি