ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

দেশ-জাতির শান্তি কামনায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৮, ২৬ জুন ২০১৭ | আপডেট: ১৬:২১, ২৬ জুন ২০১৭

যথাযথ ধর্মীয় মর্যাদা আর খুশির আমেজে সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি কামনায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, বিচারপতি, রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রধান জামাতে নামাজ আদায় করেন। 

ঝলমলে রোদে সকাল থেকেই জাতীয় ঈদগাহ ময়দানে আসতে শুরু করেন মসুল্লিরা। সারিবদ্ধ মানুষের ভীড় আছড়ে পড়ে ময়দানে। নামাজের আগেই কানায় কানায় পূর্ণ হয় ঈদগাহ ময়দান। প্রথমবারের বন্ধ করে দেয়া হয় প্রবেশদ্বার।

ঈদের জামাতে আসেন বিপুল সংখ্যক নারী। জনারণ্যে শিশুদের উপস্থিতি চেনাসৌন্দর্য্য আরো বাড়িয়ে দেয়।

জাতীয় বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম মিজানুর রহমানের ইমামতিতে সকাল সাড়ে আটটায় নামাজ শুরু হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, বিচারপতি, রাজনীতিকসহ গনমান্য ব্যক্তিরা নামাজ আদায় করেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

নামাজ শেষে একে অপরের সাথে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন।

নিরাপদ ও নির্বিঘœ ঈদের দিনটির মতোই বছরজুড়ে থাক উৎসবের আমেজ এ কথাই উঠে আসে মুসল্লিদের অভিব্যক্তিতে।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি