ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

দেশে ফিরেছেন ৯৪ হাজার হাজী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৫, ১ অক্টোবর ২০১৭

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৯৪ হাজার ২২৬ জন হাজী গতকাল শনিবার পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৩২টি সৌদি এয়ারলাইন্সের ১৪৫টিসহ মোট ২৭৭টি ফ্লাইটের মাধ্যমে হাজিরা দেশে ফেরেন হজ বুলেটিন সূত্রে তথ্য জানা গেছে

হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছেন, ৬ সেপ্টেম্বর থেকে ফিরতি হজ ফ্লাইটে হাজিরা দেশে ফিরতে শুরু করেন। আগামী ৫ অক্টোবরের মধ্যে সব হাজী দেশে ফিরবেন বলেও জানায় তারা।

শনিবার রাতে বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হজ) মো. হাফিজ উদ্দিনের সভাপতিত্বে হজের সার্বিক বিষয় নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় মক্কাস্থ কাউন্সিলর (হজ), কনসাল (হজ) সহ প্রশাসনিক, চিকিৎসক এবং আইটি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

চলতি বছর হজ করতে গিয়ে ১৫১ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১১৯ জন পুরুষ ও ৩২ জন মহিলা। এর মধ্যে ১০৫ জন মক্কায়, ২৪ জন মদিনায়, ৬ জন জেদ্দায় ও মিনায় ১৬ জন মারা যান। বাংলাদেশ থেকে চলতি বছর মোট ১ লাখ ২৭ হাজার ২২৯ জন হজে যান। গত ৩১ আগস্ট পবিত্র হজ পালিত হয়।

/আর/এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি