ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং কার্যক্রম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২১, ২৮ মে ২০১৭ | আপডেট: ১৮:০৪, ২৮ মে ২০১৭

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে চট্টগ্রামে চালের বাজারসহ  বিভিন্ন বাজারে  মনিটরিং কার্যক্রম চালাচ্ছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
দুপুরে চট্টগ্রাম কর্ণফুলী মার্কেট, পাহাড়তলী চালের বাজার ,রিয়াজউদ্দিন বাজারসহ বিভিন্ন বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদারের নেতৃত্বে মনিটরিং করা হয়। এসময় বেশী মূল্যে পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সর্তক ও বেশকিছু দোকানকে জরিমানা করা হয়। তবে ম্যাজিস্ট্রেট চলে যাওয়ার সাথে সাথে আবারো দাম বাড়িয়ে দেয়ার অভিযোগ করেন ভোক্তারা। বাজার মনিটরিংয়ে ভোক্তা অধিকার সংস্থা ক্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেয়।





Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি