ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

দ্রুত গতিতে চলছে স্বপ্নের মেট্রোরেলের নির্মাণ কাজ [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৩, ২০ এপ্রিল ২০১৮ | আপডেট: ২২:৫৮, ২০ এপ্রিল ২০১৮

বহুল প্রত্যাশিত স্বপ্নের মেট্রোরেলের নির্মাণ কাজ চলছে দ্রুত গতিতে। এরইমধ্যে রেলকোচ ও ডিপোর সরঞ্জাম কেনার চুক্তি হয়েছে। আটটি প্যাকেজে বিভক্ত এই প্রকল্প। সে অনুযায়ী এলাকাভিত্তিক কাজের অগ্রগতি একেক রকম।

উত্তরা তৃতীয় প্রকল্প দিয়াবাড়ি এলাকায়, ৫৯ একর জায়গায় ভূমি উন্নয়ন করে, মেট্রোরেলের ডিপো নির্মাণে শতভাগ প্রস্তত করা হয়েছে। নির্ধারিত সময়ের, ৯ মাস আগেই শেষ হয়েছে এই কাজ।

প্রশাসনিক ভবন, ওয়ার্কশপ, ট্রেন শেডসহ অন্যান্য অবকাঠামো নির্মাণের কাজ এরমধ্যে শুরু হয়েছে। এখন, দ্বিতীয় প্যাকেজের আওতায় চলছে, চেক বোরিং ও টেস্ট পাইলের কাজ।

তিন ও চার নম্বর প্যাকেজ, দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত। এই অংশে বোরিং করে পাইলিংয়ের কাজ চলছে। দুই প্রান্তে, মাটি থেকে ১০ মিটার উঁচুতে খুঁটির ওপর স্পষ্ট হয়ে উঠছে ভায়াডাক্ট বা স্প্যান।

প্যাকেজ ৫ ও ৬ এর আওতায়, আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ভায়াডাক্ট নির্মাণের কাজ শুরু হবে শিগগিরি।

এ’মাসের মধ্যেই, প্যাকেজ ৭ এর ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এছাড়া, ৮ নম্বর প্যাকেজে রেলকোচ, ডিপোর ইকুইপমেন্ট সংগ্রহে ক্রয় চুক্তি এরিমধ্যে শেষ হয়েছে। নির্ধারিত সময়ে, কাজ শেষ করে, মেট্রোরেল চালু করা সম্ভব হবে বলেই, মত প্রকল্প সংশ্লিষ্টদের।

একে// এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি