ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

নতুন করে ভ্যাট চালু, পোশাক শিল্পের মালিকরা উদ্বিগ্ন (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০১, ২৫ জুন ২০১৮ | আপডেট: ১৩:১২, ২৫ জুন ২০১৮

প্রস্তাবিত বাজেটে তৈরি পোশাক খাতে কর্পোরেট ট্যাক্স বৃদ্ধি, উৎস্যে করারোপ এবং এই শিল্পে নতুন করে ভ্যাট চালু করায় উদ্বিগ্ন পোশাক শিল্পের মালিকরা। ভ্যাট-ট্যাক্স কাঠামো পুনর্বিবেচনা করা না হলে রপ্তানি আয় বাধাগ্রস্ত হবার আশংকা করছে বিজিএমইএ। এছাড়া, অবকাঠামো সুবিধা বাড়ানোরও দাবি জানিয়েছে সংগঠনটি।

দেশে রপ্তানি আয়ের সবচে’ বড় খাত তৈরি পোশাক শিল্পে প্রতিবছরই বাড়ছে আয়ের পরিমান। ২০১৪-১৫ অর্থবছরে তৈরি পোশাক খাতে আয় ছিলো ২৫ বিলিয়ন ডলারের কিছু বেশি। পরের বছরই তা বেড়ে দাঁড়ায় ২৮ দশমিক শুণ্য নয় বিলিয়নে। ২০১৬-১৭ অর্থবছরে রপ্তানি ২৮ দশমিক ১৫ বিলিয়ন ডলার হলেও, ২০১৭-১৮ অর্থবছরে এই আয় ৩০ বিলিয়ন ডলার অতিক্রম করবে বলে আশা, তৈরি পোশাক  রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র।

এ’ অবস্থায় প্রস্তাবিত বাজেটে পোশাক শিল্পে কর্পোরেট ট্যাক্স বৃদ্ধিসহ এই খাতকে ভ্যাটের আওতায় আনায় চিন্তিত পোশাক শিল্পের মালিকরা।

উৎস্যে কর কমানোসহ পোশাক শিল্পের উন্নয়নে সরকারকে মনযোগী হবার তাগিদ দিয়েছেন, শিল্প মালিকরা।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি