ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

নন-ক্যাডারে সহকারী পরিচালক পদের ১০৮ জনের ফল প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৬, ২৯ জানুয়ারি ২০১৮

বাংলাদেশ কর্ম কমিশন নন-ক্যাডারে  সহকারী পরিচালক পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে। এ পরীক্ষায়  ১০৮ জন  প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। বাংলাদেশ কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) শেখ শাখাওয়াৎ হোসেনের স্বাক্ষরিত (পিএসসি)এক বিজ্ঞপ্তিতে বুধবার(১৭ জানুয়ারি) এ ফল প্রকাশ করা হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সহকারী পরিচালক পদের এ পরীক্ষার ফলাফল প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে www. bpsc.gov.bd   পাওয়া যাবে।

এছাড়াও এ পরীক্ষার ফলাফল প্রতিষ্ঠানটির এই লিংক থেকে জানতে পারবেন-

http://bpsc.portal.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/psc_exam/9b23e1ff_99da_44a5_ae23_87c30cf0213b/nce_result_1801181602.pdf

উত্তীর্ণদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগামী ২১ থেকে ৩০ জানুয়ারির মধ্যে পিএসসিতে প্রয়োজণীয় কাগজপত্র অফিস চলাকালীন সময় জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে না পারলে প্রার্থী মৌখিক পরীক্ষা ক্ষেত্রে অযোগ্য হবে।

বি.দ্র: মৌখিক পরীক্ষার তারিখ, সময়সূচি ও প্রয়োজনীয় তথ্য প্রতিষ্ঠানটির ওয়েবসাইট ও জাতীয় দৈনিক এর মধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

 

এম/এস এইচ এস


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি